ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

হোম পেজ » রাজশাহী » ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫


ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর যৌথবাহিনী ও জাপার হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকালে শহরের শান্তি মোড়ে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ন্যায়ের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। জনতার শক্তির কাছে কোনো স্বৈরাচারী শক্তিই টিকতে পারবে না।

এ সময় বক্তব্য রাখেন গুণ অধিকার পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি রাতুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন মোজাহিদ, জুলাই আন্দোলনের নেতা  আল বাশরী সোহান, তনয় আহমেদ, মাহিন খান, সাব্বির হোসেন, তানভির হাসান প্রমুখ।

এই/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:০০ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ