সংসদীয় আসন প্রশ্নে বাগেরহাটে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ কর্মসূচি চলছে

হোম পেজ » খুলনা » সংসদীয় আসন প্রশ্নে বাগেরহাটে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ কর্মসূচি চলছে
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫


সংসদীয় আসন প্রশ্নে- মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সম্মিলিত কমিটি মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে মোংলা-খুলনা ও মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের কাটাখালি থেকে নওয়াপাড়া পর্যন্ত সড়ক অবরোধ করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। বর্তমান নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাব জেলাবাসীকে হতাশ করেছে। তারা বলেন, আমাদের বঞ্চিত করা চলবে না। নির্বাচন কমিশন প্রস্তাব থেকে সরে না এলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতার আন্দোলন করা হবে।

এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাট জেলায় বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ অনেকে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) বাগেরহাট প্রেসক্লাবে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এসব কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচি অনুযায়ী, রবিবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা-খুলনা-মাওয়া, খুলনা-বাগেরহাট-পিরোজপুর-বরিশাল এবং মোংলা-বাগেরহাট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করা হবে। একইদিন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। সোমবার (২৫ আগস্ট) একই ধরনের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ৩০ জুলাই দুপুরে সংবাদ সম্মেলনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকেই জেলাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৯ ● ১৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ