চরফ্যাশনে নারীকে মারধরের জের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাকে কুপিয়ে জখম; মামলা দায়ের

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে নারীকে মারধরের জের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতাকে কুপিয়ে জখম; মামলা দায়ের
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫


যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেই জমি ও স্থাপনা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে এক নারীকে মারধরের জেরে তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় যুবদল ও বিএনপির স্থানীয় নেতাসহ ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

কী ঘটেছিল

গত রবিবার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আরবি প্রভাষক মোরেজাউল করিম খন্দকার (৪৮) এবং দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারকে (৪০)।

প্রথমে তাদের স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়, পরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক ডা. নিঝুম নাহিয়া জানান, মোরেজাউল করিমের শরীরে সাত স্থানে এবং আবু তাহেরের শরীরে এক স্থানে গুরুতর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

পেছনের কারণ

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। আহত মোরেজাউলের নেতৃত্বে একদল লোক দক্ষিণ আইচা ইউনিয়নের মনোয়ারা বেগমের বসতঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট হয় এবং মনোয়ারা বেগম গুরুতর আহত হন।

চিকিৎসাধীন মনোয়ারা বেগম জানান, সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে দা, রড, লাঠিসোঁটা নিয়ে অর্ধশতাধিক লোক আমাদের ঘরে হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে তার স্বামী আবুল হোসেন পালিয়ে যাওয়া হামলাকারীদের ধাওয়া দেন। পথে পেয়ে সাবেক চেয়ারম্যান মোরেজাউল করিম ও বিএনপি নেতা আবু তাহেরকে কুপিয়ে আহত করেন।

মামলা

ঘটনার পরদিন মোরেজাউল করিমের ভাই মো. ইউসুফ মুন্সি বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা করেন। মামলার আসামি করা হয়েছে- ১. দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার, ২. থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাস্টার, ৩. মনোয়ারার স্বামী আবুল হোসেন, ৪. বশির হাওলাদার, ৫. কাজী হুমায়ুন কবির, ৬. মোমফিজ, ৭. মনোয়ারার ছেলে আরিফ হোসেন, ৮. আব্দুল মজিদ ভুট্টু ও ৯. মোহোসেন।

দুই পক্ষের বক্তব্য

দক্ষিণ আইচা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক অভিযোগ করে বলেন, মোরেজাউল করিম দীর্ঘদিন ধরে চরের জমি দখল করছেন। এরই জেরে এ হামলা হয়েছে। মামলা মিথ্যা, আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

দক্ষিণ-পূর্ব আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান, ওই খামারের আংশিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৪ ও ২০০৫ সালে বন্দোবস্ত নেওয়া হলেও ২০২৪ সালে তা বাতিল হয় এবং আদালতের রায় সমিতির পক্ষে আসে। ওই জমির অংশীদারদের একজন আবুল হোসেন।

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান মোরেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার কয়েকজন অনুসারী দাবি করেছেন, তিনি ভূমিদস্যু নন, প্রতিপক্ষ নিজেদের বাঁচাতে মিথ্যা অভিযোগ করছে।

পুলিশের বক্তব্য

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ৯ জনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৭ ● ২৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ