পিরোজপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
বুধবার ● ২০ আগস্ট ২০২৫


পিরোজপুরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পদোন্নতি ও অন্যান্য দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাউন হলের সামনে জেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রিপদ ৯ম গ্রেডভিত্তিক পদসোপান বাস্তবায়ন পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক শিমুল মল্লিক, সহকারী শিক্ষক মু. মিজানুর রহমান, মনিমোহন হালদার, রীতা রানী বল, মোহাম্মদ এমাদুল হক, বিদুষ কান্তি ঘরামি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন: সহকারী শিক্ষক পদটি এন্ট্রিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়ন, চারস্তরীয় একাডেমিক পদসোপান, শুন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি, জেলায় উপপরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি, সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টি।

এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৯:১১ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ