কুয়াকাটায় মাদকসেবীদের কারাদণ্ড

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় মাদকসেবীদের কারাদণ্ড
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫


কুয়াকাটায় মাদকসেবীদের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬ জন মাদক সেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় কুয়াকাটা পৌরবাস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।

অভিযানে গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। তারা হলো মোঃ আওয়াল (৩৫), মোঃ জুন্নাইন হোসেন (২৫), রঞ্জিত দাস (৪০), মোঃ রিপন বেপারী (৩৪), মোঃ আলীম হোসেন (৩৭) ও মোঃ ইমন গাজী (২০)।

এরা সকলে কুয়াকাটা পৌরসভার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার আওতায় প্রত্যেককে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ দিন অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। যুবসমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

বাংলাদেশ সময়: ০:১১:৫৩ ● ১৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ