কলাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কলেজছাত্রীর মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কলেজছাত্রীর মৃত্যু
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে কলাপাড়া বালিয়াতলী ইউনিয়নের চর নজির-১ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এঘটনা ঘটে।

তিনি ওই এলাকার মো. হারুন হাওলাদারের কন্যা এবং কলাপাড়া মহিলা কলেজের ছাত্রী ছিলেন।

ঘটনার দিন দুপুরে মা-মেয়ের মধ্যে মুরগির প্রসঙ্গ নিয়ে বাকবিতণ্ডা হয়। অভিমানে মেয়ে ঘরের চালের ভেতরে রাখা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পারিবার ও স্থানীয়রা টেরপেয়ে তাকে দ্রুত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া হাতে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:১৮:০৭ ● ১৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ