বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধূ ও স্বজনদের নির্যাতন, হাসপাতালে ভর্তি

হোম পেজ » বরগুনা » বৃদ্ধ শ্বশুরকে পুত্রবধূ ও স্বজনদের নির্যাতন, হাসপাতালে ভর্তি
সোমবার ● ১১ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে ৮০ বছর বয়সী দেলোয়ার মৃধাকে পুত্রবধূ তানজিলা বেগম ও তার স্বজনরা পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত শ্বশুরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে তিনি পুত্রবধূ ও স্বজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে রোববার রাতে আমতলী উপজেলার গেড়াবুনিয়া গ্রামে।

দুই ছেলে কাতারে থাকলেও বড় ছেলে রুবেল মৃধার স্ত্রী তানজিলা দীর্ঘদিন শ্বশুর ও শ্বাশুড়ীকে নির্যাতন করছে বলে অভিযোগ।

রোববার দুপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তানজিলা তার বাবার বাড়ীর লোকজনকে ডেকে এনে শ্বশুরকে পিটিয়ে জখম করে। শ্বশুরকে রক্ষায় ছোট পুত্রবধূ ও শ্বাশুড়ী এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে রাতে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্বশুর কান্নাজড়িত কন্ঠে বলেন, মুই মোর পোলারে বড় হইররা বিপদে পড়ছি। পোলার বউ-মামা-ভাইরা মোরে মারছে। বিচার চাই।

 

পুত্রবধূ তানজিলা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, শুধুমাত্র কথাকাটাকাটি হয়েছে, বিষয় পারিবারিক এবং মিমাংসা হয়েছে।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন আহমেদ সুমন জানান, দেলোয়ার মৃধার হাতে-পায়ে রক্তাক্ত জখম রয়েছে। দুই জনকে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৪ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ