বাউফলে অযু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে অযু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে অযু করতে গিয়ে পুকুরে ডুবে রাফসান ওরফে রিয়ান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

রাফসান ঢাকায় কর্মরত বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা সুমন ফরাজী ও মা রেবেকা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। রাফসান উত্তর কালাইয়া গ্রামের রব মল্লিকের বাড়িতে নানা-নানির সঙ্গে থেকে লেখাপড়া করছিল। সে উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

জানা গেছে, রাফসান জুমার নামাজ আদায়ের আগে অযু করতে পুকুরে নামে। অনেকক্ষণ ফিরে না আসায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে পুকুর পাড়ে তার জুতা ভাসতে দেখেন। নিশ্চিত হয়ে দ্রুত খোঁজাখুঁজি শুরু করলে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহিউদ্দিন বলেন, বৃহস্পতিবার আমাদের বিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ নানা প্রতিযোগিতা হয়েছিল। রাফসান শহীদ আবু সাঈদকে নিয়ে কবিতা আবৃত্তি করে পুরস্কার পায়। অথচ আজ সে আর আমাদের মাঝে নেই। এই মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৪৪ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ