অবৈধ ট্রলিং বন্ধের দাবি কুয়াকাটায় জেলেদের বিক্ষোভ-মানববন্ধন

হোম পেজ » কুয়াকাটা » অবৈধ ট্রলিং বন্ধের দাবি কুয়াকাটায় জেলেদের বিক্ষোভ-মানববন্ধন
রবিবার ● ২৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

বঙ্গোপসাগরে কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলেরা।

রোববার বেলা ১১টায় কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়ার জেলেরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুয়াকাটা পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পর্যটন পার্কে গিয়ে শেষ হয়।

 

কর্মসূচিতে আশার আলো মৎস্য সমবায় সমিতি, কুয়াকাটা জেলে সমিতি, মাঝি সমিতি সহ সাতটি সংগঠনের হাজারো জেলে অংশ নেয়।

 

বক্তব্য রাখেন নিজাম শেখ, আবু হানিফ ঘরামী, চান মিয়া প্রমুখ। বক্তারা তাদের বলেন, গত ১০ বছর ধরে কিছু অসাধু জেলে ছোট ফাঁসের জাল দিয়ে জাটকাসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ছোট মাছ শিকার করে আসছিল। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে।

 

জেলে হারুন বলেন, আমরা সঠিক নিয়মে মাছ ধরি, কিন্তু অবৈধ ট্রলার ও জালের কারণে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

 

আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি না মানলে তারা আরও বড় কর্মসূচির দিকে অগ্রসর হবেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০৭ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ