সন্ধ্যা নদীতে সেতু নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

হোম পেজ » বরিশাল » সন্ধ্যা নদীতে সেতু নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫


এভাবেই ছোট খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নানা বয়সের মানুষ পারপার হচ্ছে সন্ধ্যা নদী

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের সন্ধ্যা নদীর ওপর সেতু না থাকায় আশপাশের ৫০ গ্রামের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। বিকল্প পথ না থাকায় খেয়ানৌকাই তাদের একমাত্র ভরসা। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ।

 

সরেজমিনে দেখা গেছে, নদীর পূর্বপাড় থেকে অন্তত ২৫ জন যাত্রী নৌকায় ওঠেন, যাদের মধ্যে ছিলেন ১০ জন ছাত্রী। নৌকায় উঠতে-নামতে শিশু ও বৃদ্ধদের পড়তে হয় চরম দুর্ভোগে, ছোটখাট দুর্ঘটনাও ঘটছে নিয়মিত। প্রতিদিন শিশুসহ শত শত মানুষ এভাবেই খেয়া পার হচ্ছেন।

 

বাগধা, আমবৌলা ও পয়সারহাট এলাকার মানুষ বিকল্প সেতু না থাকায় ১০ কিলোমিটার ঘুরে পয়সারহাট সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এতে অতিরিক্ত সময় লাগে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট। অথচ খেয়া পার হতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট।

 

এলাকাবাসী সাগরকন্যাকে জানায়, নদীর পূর্বপাড়ে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউপি কার্যালয়, আর পশ্চিমপাড়ে রয়েছে স্কুল, কলেজ ও বাজার। প্রতিদিন প্রায় ১২০০ শিক্ষার্থী নদী পেরিয়ে যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে তাদের চলাচল।

 

স্থানীয় শিক্ষক মজিবর রহমান বলেন, এখানে একটি সেতু হলে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ হাজারো মানুষ উপকৃত হবে।

 

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, বাগধা খেয়াঘাটে সেতু নির্মাণের কোনো পরিকল্পনা এখনো হয়নি। গত বছর ঘাটলা স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে টেন্ডার হলে সেতু নির্মাণের কাজ করা হবে।

 

স্থানীয়দের দাবি, দ্রুত এখানে একটি সেতু নির্মাণ করলে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং লক্ষাধিক মানুষের দুর্ভোগ দূর হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪০:৩৮ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ