
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফকরুল আলম গণসংযোগ করেছেন। শনিবার (৩০ আগষ্ট) বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর শহর ও জগন্নাথকাঠী ও মিয়ারহাট বন্দরে ব্যাপক গণসংযোগ করেন। তিনি নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
ফকরুল আলম বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির অঙ্গীকার। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাবার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তিনি নেছারাবাদ উপজেলার বাজার-ঘাট ও গ্রামীণ জনপদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষে পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে উপজেলার বলদিয়া ইউনিয়নের সাবকে চেয়ারম্যান মো. শাহিন আহমেদ, আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মো. জাকির হোসেন নান্টু, স্বরূপকাঠী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব মো. মহাসিন মিয়া, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব, যুবনেতা মো. রেজাউল হাসান সুজনসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগকালে এলাকাবাসী বিএনপি নেতার প্রতি সমর্থন জানিয়ে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।