গৌরনদীতে প্রশংসায় ইউএনও রিফাত আরা মৌরী

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে প্রশংসায় ইউএনও রিফাত আরা মৌরী
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে নাগরিক সেবা ও উন্নয়ন প্রকল্পে অবদান রেখে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। যোগদানের পর থেকেই তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি পৌরসভার অতিরিক্ত কাজও তিনি সামলাচ্ছেন। প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখা এখন তাঁর নিত্যদিনের কাজ। সপ্তাহের বেশিরভাগ সময় তাঁকে দেখা যায় প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের সমস্যার সমাধানে উদ্যোগ নিতে।

সম্প্রতি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদ কর্তৃক সম্পন্ন এবং চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্প শেষ করার নির্দেশও দেন তিনি।

স্থানীয়রা বলছেন, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিকতার কারণে ইউএনও রিফাত আরা মৌরী এখন গৌরনদীতে জনপ্রশাসনের এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৭:০৪ ● ২০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ