সর্বশেষ

কুয়াকাটায় রাখাইন জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর জলবায়ু প্রশিক্ষণ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় রাখাইন জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর জলবায়ু প্রশিক্ষণ
শনিবার ● ১২ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

পটুয়াখালীর কুয়াকাটায় উপজাতি রাখাইন জনগোষ্ঠীর ৫০ জন নারী-পুরুষকে নিয়ে দুইদিনব্যাপী প্রযুক্তিনির্ভর জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ ও ১২ জুলাই কুয়াকাটার প্রিন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে অস্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

 

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব কৃষি, উন্নত চাষাবাদ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের টেকসই কৃষিপদ্ধতিতে উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বিভিন্ন ফলদ চারা, সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই, পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।

প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএআরআই মুন্সিগঞ্জের পিএসও ড. মো. খোরশেদ আলম ও টাঙ্গাইলের এসএসও কাকলী রায়।

কর্মশালাটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম।

---

 

আয়োজকরা জানান, উপকূলীয় ও উপজাতি জনগোষ্ঠীর জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২০:২৮:৩১ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ