শুক্রবার ● ১১ জুলাই ২০২৫

বীজ সংকটে পড়তে পারেন চাষিরা দশমিনায় টানা বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানির নিচে

হোম পেজ » পটুয়াখালী » বীজ সংকটে পড়তে পারেন চাষিরা দশমিনায় টানা বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানির নিচে
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


দশমিনায় আমন বীজতলার বর্তমান অবস্থা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এতে বীজ নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, নতুন করে বীজতলা তৈরী বা বীজ কিনতে হলে অতিরিক্ত খরচে বিপদে পড়বেন তারা।

 

উপজেলা কৃষি অফিস জানায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খাল ভেঙে অন্তত ২৫টি স্থানে পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে টানা বর্ষণের কারণে বাঁশবাড়িয়া, দশমিনা, রনগোপালদী, আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর ও নদীবেষ্টিত চরবোরহান এলাকায় পানি জমে আছে।

 

চলতি বছর দশমিনায় ১৮ হাজার ১৭২ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে সাতটি ইউনিয়নে ৬০ হেক্টর বীজতলা ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা।

 

কৃষকদের সাথে কথা বললে তারা সাগরকন্যাকে জানান, নিচু এলাকার বীজতলা এখনো পানির নিচে। চারা কিনতে প্রতি কেজিতে ৭০০ থেকে ১ হাজার টাকা লাগতে পারে, যা তাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে। ফলে রোপা আমন চাষ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

 

এ বিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ সাগরকন্যাকে বলেন, বর্ষার পানি সরে গেলে ক্ষতির আশঙ্কা থাকবে না। তবু চাষিদের প্রয়োজন অনুযায়ী চারা গুচ্ছ কম দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:১১ ● ৮৯ বার পঠিত