এসএসসি পরীক্ষা- ২০২৫ দশমিনায় পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সবাই ফেল

হোম পেজ » পটুয়াখালী » এসএসসি পরীক্ষা- ২০২৫ দশমিনায় পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সবাই ফেল
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


দশমিনায় পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

চলতি বছরের এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেউই পাস করতে না পারায় এলাকায় চাঞ্চল্য ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

সারা দেশের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর মানবিক বিভাগে ১০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ৮ জন। কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেনি।

 

একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছর এ বিদ্যালয় থেকে ২৫ জন অংশ নিয়ে সবাই পাস করেছিল। আর এবার একজনও পারেনি! আমাদের মনে হচ্ছে শিক্ষকদের গাফিলতির ফলেই এমন হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার নজরে আনা প্রয়োজন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন জীলানী বলেন, আমার স্কুলে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের কোনো শিক্ষক নেই। মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নেছার উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:২৩:১১ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ