
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
চিকিৎসায় অবহেলার অভিযোগে বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকের মালিককে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজীব হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার সুন্দরদী গ্রামের আব্দুর রাজ্জাক তার ১৩ বছর বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে পেটের ব্যথা নিয়ে ২৩ জুন বিকেলে মৌরী ক্লিনিকে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়লে পরদিন তাকে ভর্তি করে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। ক্লিনিক কর্তৃপক্ষ ১০ হাজার টাকা অপারেশন ফি দাবি করে।
রোগীর পরিবারের অভিযোগ, ফি কমানোর অনুরোধ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে কোনো চিকিৎসা না দিয়ে রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এতে রোগীর অবস্থার অবনতি ঘটে। তারা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে ক্লিনিক মালিক মাহামুদ হোসেন মুহিত শরীফ বলেন, “স্টাফদের ভুলের কারণে আমাকে এই জরিমানা দিতে হয়েছে। পরে সবাইকে সতর্ক করা হয়েছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন বলেন, “অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা ও দণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানা পরিশোধ করায় মালিককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”