নেত্রকোণায় ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নেত্রকোণায় ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত
বৃহস্পতিবার ● ৯ মে ২০১৯


নেত্রকোণায় ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত

নেত্রকোনা সাগরকন্যা অফিস॥

নেত্রকোণায় ঝড়ে অর্ধশতাধিক ঘরসহ বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে; বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে কয়েকটি গ্রামে।
জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে হঠাৎ করে আটপাড়া ও সদর উপজেলায় এই ঝড় বয়ে যায়। রাস্তার ওপর ভেঙে পড়া গাছপালা সরাতে ফায়ার সার্ভিস কাজ করছে জানিয়ে তিনি বলেন, ঝড়ে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ও সদর উপজেলার কয়েকটি গ্রামে অর্ধশতাধিক কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে।
পল্লিবিদ্যুতের তারের ওপর গাছ পড়ে ওই এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০১:০৩ ● ৬৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ