মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে ১০ শিশু নিহত

প্রথম পাতা » বিশ্ব » মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে ১০ শিশু নিহত
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা আর্ন্তজাতিক ডেস্ক॥

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় এক পরিবারের ১০ শিশুসহ মোট ১৩ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন। সোমবার জাতিসংঘ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে শনিবার আফগান ও মার্কিন যৌথ বাহিনী তালেবানের বিরুদ্ধে ওই অঞ্চলে লড়াই করে। ৩০ ঘণ্টা ধরে চলে এই যুদ্ধ। কুন্দুজে তালেবানের অবস্থান বেশ শক্তিশালী।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশন  জানায়, প্রাথমিক হিসেবে তারা ১৩ জন নিজতের কথা জানতে পেরেছেন। আহত হয়েছেন আরও তিনজন। কুন্দুজের তেলাওয়াকা শহরে এই ঘটনা ঘটে।
আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর মুখপাত্র সার্জেন্ট ডেব্রা রিচার্ডসন বলেন, মার্কিন বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে। তার দাবি, বেসামরিকদের প্রাণ যেন না যায় সেক্ষেত্রে তারা সতর্ক কিন্তু তালেবান সদস্যরা বেসামরিকদের মাঝেই লুকিয়ে থাকে।
গত বছর বিমান হামলায় রেকর্ডসংখ্যক বেসামরিক প্রাণ হারান। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের পর থেকে দেশটিতে সামরিক অভিযানে প্রতি বছর শিশু মৃত্যুহার বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:২০ ● ৯৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ