লেবুখালী সেতু শহীদ আলাউদ্দিনের নামে নামকরণের দাবি

প্রথম পাতা » পটুয়াখালী » লেবুখালী সেতু শহীদ আলাউদ্দিনের নামে নামকরণের দাবি
বুধবার ● ১৩ অক্টোবর ২০২১


লেবুখালী সেতু শহীদ আলাউদ্দিনের নামে নামকরণের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

৬৯ এর গন অভ্যুথানে বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী সেতু করার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অণুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার এলাকায় এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।

শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং কমরেড নাসির উদ্দিন তালুদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্কুল শিড়্গক আযাদ খান, মজিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি খান মতিয়ার রহমান, শিড়্গানুরাগী জিএম মাহাবুব, আ.লীগ নেতা সানু শিকদার।

সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সনত্মান বরিশাল এ কে স্কুলের দশম শ্রেনীর শিড়্গার্থী। বিধাব মায়ের একমাত্র পুত্র ছিলেন। ৬৯’র গণ অভ্যুথানের মিছিলে বরিশাল টাউন হলেরর সামনে ইপিআরের গুলিতে হয় কিশোর আলাাউদ্দিন। বাংলাদেশের স্বাধিকার অন্দোলনে জীবন উৎসর্গ করলেও রাস্ট্রীয পৃস্টরপাষকতা না থাকায় বরিশালের প্রথম কিশোর শহীদ আলাউদ্দিনের অবদান আজ
হারিয়ে যাচ্ছে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৩০ ● ২৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ