জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা »
রাজশাহী »
জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগ
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০১৯
জয়পুরহাট সাগরকন্যা প্রতিনিধি॥
জয়পুরহাট শহরের আরামনগর হাফেজিয়া মাদ্রসার এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার এক ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে আইয়ুব আলী নামে ওই শিক্ষক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আইয়ুব আলী নওগাঁর ধামুইরহাট উপজেলার কামিয়া ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
কয়েকজন অভিভাবক বলেন, ওই মাদ্রাসায় ১৪-১৫ জন শিশুশিক্ষার্থী রয়েছে। তারা জেলা শহরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তান। এই আবাসিক মাদ্রাসায় শিক্ষক আইয়ুব রাতে আরবি শেখাতেন। প্রায় প্রতি রাতে একজন শিশুকে শোয়ার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করতেন। গত রোববার একটি শিশু অসুস্থ হলে তার পরিবার ঘটনা জানতে পারে। জয়পুরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুবিনুল ইসলাম মুবিন বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসী ওই শিক্ষককে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন বলেন, অসুস্থ শিশুর পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ বিষয়টি দ্রুত আমলে নিয়ে তদন্ত করবে। আসামি পলাতক থাকায় তাকে এখনও গ্রেফতার করা যায়নি। তবে তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এফএন/এমআর
বাংলাদেশ সময়: ১২:২৯:১৪ ●
৫৫৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)