টুঙ্গিপাড়ায় ডেঙ্গু আক্রান্ত ১০ জন

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় ডেঙ্গু আক্রান্ত ১০ জন
বুধবার ● ৭ আগস্ট ২০১৯


টুঙ্গিপাড়ায় ডেঙ্গু আক্রান্ত ১০ জন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সারা দেশের ন্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। তারা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেস্কে ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ কমপ্লেস্ক সুত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার ৪ জন, চিতলমারী উপজেলার ২ জন ও নাজিরপুর উপজেলার ৪ জন সহ মোট ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ৫ আগষ্ট পর্যন্ত উপজেলা স্বাস্থ কমপ্লেস্কে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি চলে গেছে ৩ জন।

ডেঙ্গু আক্রান্তরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মামুন শেখ (২৫), শ্রীরামকান্দি গ্রামের ওমর ফারুক (১৬),গওহরডাঙ্গা গ্রামের আব্দুল সাত্তার (৩০), বাশবাড়িয়া গ্রামের হুসাইন শিকদার (২৯), নাজিরপুর উপজেলার মিঠারকুল গ্রামের আমেনা বেগম (১৫), সাচিয়া গ্রামের জাবের আলী (১০), কেনুয়াভাঙ্গা গ্রামের বিপুল বিশ্বাস (৩১), হোগলাবুনিয়া গ্রামের সৈকত শেখ (১৬), চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া গ্রামের মিস হ্যাপি (২২), শৈলদাহ গ্রামের সালমা বেগম (৪০)।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেস্কের আরএমও ডা.জসিম উদ্দিন জানান, যারা ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আছে তার মধ্যে অধিকাংশই ঢাকা থেকে এই রোগে আক্রান্ত হয়েছেন। রোগীদের নিয়মিত খোজ খবর নেয়া হচ্ছে এবং বিনামূল্যে আইজিজি, এনএস-১ সহ নানা রকম শারীরিক পরীক্ষা দেয়া হচ্ছে। আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে যাবে।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৯ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ