ফরিদপুরে বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন

প্রথম পাতা » ঢাকা » ফরিদপুরে বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন
শুক্রবার ● ২ আগস্ট ২০১৯


ফরিদপুরে বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন

ফরিদপুর সাগরকন্যা প্রতিনিধি॥

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ১১০ জনে। বিগত ২০ জুলাই থেকে ২ আগস্ট  বিকাল পর্যন্ত ফরিদপুরের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মোট ১৪৩জন।  এর মধ্যে বৃহস্পতিবার বিকালে একজনের মৃত্যু হয়েছে, তিনজনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে। ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে দুইজন, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ১৫জন, আরোগ্য সদনে ১০জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩জন চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, ফরিদপুরে চিকিৎসাধীন ও চিকিৎসা নেয়া ডেঙ্গু আক্রান্ত ১৪৩ জন রোগীর মধ্যে ১৪ জন ফরিদপুরে অবস্থানকালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকিদের বড় অংশ এসেছে ঢাকা থেকে। এ ছাড়া রাজবাড়ী, মাদারীপুর, ঝিনাইদহ সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন কিংবা নিচ্ছেন।
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে মেডিকেলে কলেজ হাসপাতালে মারা গেছেন শারমীন (২২) নামের এক তরুণী। বৃহস্পতিবার বিকালে মারা যান তিনি। শারমীন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কামদা প্রসাদ সাহা জানান, বিগত ২৮ জুলাই রবিবার শারমীন টেকেরহাটস্থ নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মারা যান তিনি।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:১৭ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ