কলাপাড়ায় মহিব্বুর রহমান এমপি ফুটবল টুর্ণামেন্ট

প্রথম পাতা » খেলা » কলাপাড়ায় মহিব্বুর রহমান এমপি ফুটবল টুর্ণামেন্ট
শনিবার ● ১৫ জুন ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় মহিব্বুর রহমান এমপি প্রথম বিভাগ ফুটবল লীগ টুর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান। উদ্বোধনী খেলায় নীলগঞ্জ একাদশ কলাপাড়া একাদশকে পরাজিত করেছে। মোজাহারউদ্দিন বিশ্বাস সরকারি অনার্স কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মোট ১৬টি দল খেলায় অংশ গ্রহণ করবে। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শিমু জানান, মাদককে না বলুন স্লোগানের মধ্য দিয়ে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে এ খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট-অব অনার হিসেবে ছিলেন এমপি পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

বাংলাদেশ সময়: ০:১৯:৪৩ ● ৭৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ