বানারীপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় ঐতিয্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ১১৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম এ পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আনারকলী ঝুমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো.আবুল খায়ের, সাবেক ইউপি চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার, তাজেম আলী হাওলাদার, প্রধান শিক্ষক মো.ফকরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক বাবু তালুকদার ও খায়রুল মাল, মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, আ’লীগ নেতা লুৎফর রহমান পাভেজ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১২:১৮:০৭ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ