কলাপাড়ায় দুলাভাইসহ শালী নিখোঁজ, থানায় জিডি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দুলাভাইসহ শালী নিখোঁজ, থানায় জিডি
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় দুলাভাইসহ শালী নিখোঁজ, থানায় জিডি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলায় দুলাভাই ও শালী নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন-কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের শাকিব এবং তার শালী ফাতেমা আক্তার (২৫)।

পরিবার সূত্রে জানা গেছে, তারা গত ২৫ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। শাকিবের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। তিনি মৃত নুরুল ইসলাম খাঁর ছেলে। অপরদিকে ফাতেমা আক্তার নীলগঞ্জ ইউনিয়নের ফাতেপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ রাজ্জাক গাজীর মেয়ে।

এ ঘটনায় শনিবার রাতে ফাতেমা আক্তারের মা শেফালী বেগম (৫৪) কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১০৪৯) করলে এর বিস্তারিত জানা যায়।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দু’জনের সন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:২৬ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ