পটুয়াখালীর মহিপুরে বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীর মহিপুরে বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালীর মহিপুরে বিপন্ন প্রজাতির ভোদর উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে বন বিভাগ ও এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা একটি বিপন্ন প্রজাতির ভোদর (উদবিড়াল) উদ্ধার করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মহিপুর থানার মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত এই ভোদরটি বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে কবির হাওলাদার ভোদরটিকে শিকল দিয়ে বাড়িতে লালন-পালন করছিলেন। কবির হাওলাদার জানান, পাশের বাড়ির পুকুরে মাছ ধরার সময় ভোদরটি জালে আটকা পড়ে। আহত অবস্থায় তিনি প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন। তবে বন্যপ্রাণী লালন-পালন করা শাস্তিযোগ্য অপরাধ তা তিনি জানতেন না বলে দাবি করেছেন।

কুয়াকাটার পরিবেশ কর্মী কেএম বাচ্চু বলেন, ভোদর পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। অজ্ঞতা ও অসচেতনতার কারণে মানুষ প্রাকৃতিক ক্ষতি করছে। সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে।

এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রাণীটি উদ্ধার করা হয়েছে। যথাযথ চিকিৎসা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

বন বিভাগের মহিপুর সদর বিটের কর্মকর্তা মো. ঝিলন মিয়া বলেন, উদ্ধারকৃত ভোদরটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির। আইন অনুযায়ী বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অবমুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৩ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ