ঝালকাঠিতে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম পাতা » খেলা » ঝালকাঠিতে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯


কাবাডি প্রতিযোগিতা
সাগরকন্যা ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। উদ্বোধনী খেলায় ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা দল অংশ নেয়। ঝালকাঠি সদর দল ৪৯-৩৪ পয়েন্টে নলছিটি উপজেলা দলকে পরাজিত করে। ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলার দল অংশ নিচ্ছে। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। বিপুল সংখ্যক দর্শক ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা উপভোগ করেন। এ উপলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪৬ ● ৯৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ