চট্টগ্রামে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা দুদকের হাতে আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা দুদকের হাতে আটক
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


---

চট্টগ্রাম সাগরকন্যা প্রতিনিধি॥
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেল ৩টায় তার অফিস থেকে তাকে আটক করা হয়। এ সময় এক শিক্ষিকার কাছ থেকে নেওয়া ঘুষের ১০ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুৎফুল কবির চন্দন বলেন, আজিমেল কদরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ ছিল। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছি। তিনি জানান, বৃহস্পতিবার উত্তর পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন আজিমেল কদর।

বাংলাদেশ সময়: ১৯:০৮:১২ ● ৬৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ