ভাগ্যবান ছিলেন না ‘অপূর্ব’!

প্রথম পাতা » বিনোদন » ভাগ্যবান ছিলেন না ‘অপূর্ব’!
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥ 

জিয়াউল ফারুক অপূর্ব আর মুমতাহীনা চৌধুরী টয়া আবারও একসঙ্গে এলেন। মোহন আহমেদ পরিচালিত নাটক ‘ছেলেটি ভাগ্যবান ছিল না’-এ অভিনয় করেছেন তারা। অপূর্বের গল্প ভাবনায় এটির চিত্রনাট্য করেছেন রণক ইকরাম।
গল্পটি এমন- আরিফ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর সুবর্ণা চঞ্চল তরুণী। আরিফ সাহেব নিজেকে দুর্ভাগা বলে মানেন। এ কারণে সব সময় খানিকটা রিজার্ভ থাকতে পছন্দ করেন। এর মধ্যেই তার পরিচয় হয় সুবর্ণার সঙ্গে। দুর্ভাগা নিজের বর্তমান জীবন থেকে পালিয়ে বাঁচতে চান আরিফ। সুবর্ণা কি পারবে তাহকে সাহায্য করতে?
এই নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘কাজটির গল্পের সঙ্গে চিত্রনাট্যটা বেশ সুন্দর হয়েছে। আর পরিচালনাও ভালো হয়েছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন।’
নাটকে আরিফ চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও সুবর্ণা চরিত্রে অভিনয় করেছেন টয়া। এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরুল ইসলাম, নান্নু মল্লিক, শ্রাবণী খান, নুসরাত লিয়া, আলামিন সুমন, তুষার হাসান প্রমুখ।
নির্মাতা মোহন আহমেদ জানান, আগামি শুক্রবার (২৯ মার্চ) নাটকটি প্রচারিত হবে এসএ টিভিতে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:২২ ● ১৪২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ