ক্রোয়েশিয়াকে হারালো হাঙ্গেরি

প্রথম পাতা » খেলা » ক্রোয়েশিয়াকে হারালো হাঙ্গেরি
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা স্পোর্টস ডেস্ক॥ 

ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে হারের তেতো স্বাদ পেলো ক্রোয়েশিয়া। বুদাপেস্টে গ্রুপামা অ্যারেনায় তাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে হাঙ্গেরি।
ক্রোয়েশিয়ার হারে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচ জিতে ভালো অবস্থানে ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে দুই নম্বরে তারা। এক ম্যাচ বেশি খেলে সমান ৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে স্লোভাকরা।
প্রথম জয়ে ক্রোয়েটদের টপকে তিনে উঠে গেছে হাঙ্গেরি। তাদের সমান ৩ পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থেকে চারে ক্রোয়েশিয়া।
আজারবাইজানের বিপক্ষে আগের ম্যাচে ঘুরে দাঁড়ানো জয় পায় ক্রোয়েশিয়া। রবিবার হাঙ্গেরির মাঠেও আগে গোল উদযাপন করে তারা। কিন্তু রক্ষণের দুর্বলতায় দুটি গোল হজম করে তারা।
১৩ মিনিটে লুকা মদরিচের পাসে বল আন্দ্রে ক্রামারিচের গায়ে লেগে গোলমুখের সামনে আসে। সুযোগ লুফে নেন আন্তে রেবিচ। চোখের পলকে তার শট লক্ষ্যভেদ করে।
বিরতির আগে সমতা ফেরায় হাঙ্গেরি। বালাস জুসাকের পাসে বক্সের ডান দিকে বল পান অ্যাডাম সালাই, আড়াআড়ি শটে জালে বল জড়ান তিনি।
সমতা ফেরানোর পর মুহুর্মুহু আক্রমণে ক্রোয়েটদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। ৭৬ মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। কর্নার থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ান ডিফেন্ডার বিপদমুক্ত করতে পারেননি। মাতে পাতকাই করেন জয়সূচক গোল।
হাঙ্গেরি শেষ মুহূর্তে আরেকবার গোল উদযাপন করতে পারতো। ইভান রাকিতিচ গোললাইনে সেই চেষ্টা প্রতিহত করেন। গোল ডটকম, ইএসপিএনএফসি

বাংলাদেশ সময়: ২:৪৭:১২ ● ৫৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ