কলাপাড়ায় ফাতেমা হত্যা মামলা প্রত্যাহারে বোনের হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি, থানায় জিডি

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ফাতেমা হত্যা মামলা প্রত্যাহারে বোনের হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি, থানায় জিডি
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
নাওভাঙ্গা গ্রামের গৃহবধু ফাতেমা হত্যা মামলার বাদীকে মামলা প্রত্যাহারে হুমুকি দেয়া হয়েছে। এ ঘটনায় ফাতেমার বোন মোসাম্মৎ কাজল বেগম কলাপাড়া থানায় একটি জিডি করেছেন। জিডিতে উল্লেখ করেছেন তার বোনকে হত্যা মামলার প্রধান আসামি মোসলেম সিকদার জেল হাজতে রয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই পটুয়াখালীতে তদন্তাধীন রয়েছে। এতে ক্ষীপ্ত হয়ে মোসলেম সিকদারের ছেলে আবু ফোরকান, মোসলেম সিকদারের আরেক স্ত্রী হাজেরা বেগম ও তাদের এক সহযোগী রওশন আরা বেগম বুধবার নাওভাঙ্গা গ্রামের মোসলেম সিকদারের বাড়ির পূর্বপাশে কাজলকে পেয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়। এমনকি কাজলের হাত-পা ভেঙ্গে দেয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তদন্ত স্বাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:০০:৪১ ● ৯৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ