কুয়াকাটায় রেস্তোরাঁর বর্জ্য সমুদ্রে, তিন লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় রেস্তোরাঁর বর্জ্য সমুদ্রে, তিন লাখ টাকা জরিমানা
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, রেস্তোরার বর্জ্য ও ময়লাপানি সমুদ্রে ফেলার অপরাধে বৈশাখী ও গাজী রেস্তোরাকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া রেস্তোরা দু’টির বর্জ্য পাইপ দিয়ে সমুদ্রে ফেলছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিসেট্রট কৌশিক আহম্মেদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, সরবরাহ এবং বর্জ্য সমুদ্রে ফেলে পরিবেশ দূষণ করছিলো। প্রাথমিকভাবে সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৫৮:১১ ● ১৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ