আজকের বার্তা’র সম্পাদক কাজী বাবুলের দাফন সম্পন্ন

প্রথম পাতা » গণমাধ্যম » আজকের বার্তা’র সম্পাদক কাজী বাবুলের দাফন সম্পন্ন
রবিবার ● ৩ মার্চ ২০২৪


আজকের বার্তার সম্পাদক কাজী বাবুলের দাফন সম্পন্ন

বরিশাল সাগরকন্যা অফিস॥

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার নগরীর ৩০নং ওয়ার্ডের কলাডেমা গ্রামের কাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে বাদ জোহর মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় সর্বস্তরের মানুষের ঢল নামে। কাজী নাসির উদ্দিন বাবুলের শ্যালক কাজী আল মামুন ও মরহুমের বড় ছেলে কাজী আব্দুল্লাহ আল রাসেল তার পিতার হয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মরহুমের জন্য দোয়া চান। এর আগে গত রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে মরহুমের লাশ বরিশালে নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
গতকাল সকাল থেকেই তাকে দেখতে দুরদুরান্ত থেকে সকল শ্রেনী পেশার মানুষ বাড়িতে আসতে শুরু করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য সহ কাছের ও দুরের শুভাকাঙ্খীরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাই কাজী বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামীকাল ৫ মার্চ (মঙ্গলবার) বাদ আসর নিজ বাড়িতে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এদিকে কাজী বাবুলের মৃত্যুর সংবাদে গতকাল তার বাসায় ছুটে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের (খোকন সেরনিয়াবাত) সহ অন্যান্য নেতাকর্মী ও বিসিসির কর্মকর্তারা। এছাড়া জানাযা নামাজে অংশ নেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম জাহাঙ্গীর, বিসিসি’র সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার। জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সালেহ এম শেলি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক পরিবর্তন প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বিএনপি নেতা এবায়দুল হক চান, বরিশাল প্রেসক্লাব এর সাবেক সভাপতি এড. মু ইসমাইল হোসেন নেগাবান মন্টু, প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিন, দৈনিক শাহনামা সম্পাদক আবুল কালাম আজাদ, জাপা নেতা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, নজরুল ইসলাম চুন্নু, তপংকর চক্রবর্তী, বরিশাল আদালতের পিপি এড. ওবায়দুল্লাহ সাজু,  বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ভুইয়া, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন হেলাল, শ্রমিক নেতা আফতাব হোসেন, প্রবীন সাংবাদিক এম এম আমজাদ হোসাইন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, সাইফুর রহমান মিরণ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন বিপ্লব, সাবেক ভিপি মঈন তুষার, ৩০ নং ওয়ার্ড কাউন্সিল রুবেল, এডিসি নাফিস, ওসি লোকমান হোসেন, বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার, সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, বরিশাল প্রেসক্লাব সিনিয়র সদস্য এম জহির, দেবাশীষ চক্রবর্তী,  সাংবাদিক মাহমুদ হোসেন চৌধুরী, রাহাত খান, কাওসার হোসেন,  জিয়া শাহিন, সাঈদ মেমন, আজাদ আলাউদ্দিন, এম মিরাজ হোসাইন, সমকাল বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী, আজকের পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান খান রফিক, মোঃ জিয়াউদ্দিন বাবু, নাসির উদ্দিন, শাহিনা আজমীন, খান রুবেল, কে এম নয়ন, এম মোফাজ্জেল, জে খান স্বপন, জহিরুল হক ফারুক, বীরেন্দ্র নাথ সমাদ্দার, বিবিএসপি’র সভাপতি কেএম শামছুদ্দোহা, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না, বিআরইউ’র সভাপতি নজরুল বিশ্বাস, বিআরইউ’র সাধারণ সম্পাদক মিথুন সাহা, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, তাওহিদুল ইসলাম জামাল, দৈনিক দক্ষিণের কাগজ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দৈনিক তারুন্যের বার্তা সম্পাদক নাছির আহম্মেদ রনি, দৈনিক  বরিশালের কথার সম্পাদক সাইদুর রহমান মাসুদ, বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী, দৈনিক আমাদের বরিশাল পত্রকার সম্পাদক এ্যাড. এস.এম রফিকুল ইসলাম, চ্যানেল আই বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ, ঢাকা পোষ্ট’র বরিশাল নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান, বিএনপি নেতা সৈয়দ আকবর, বাকবিশিস নেতা আমিনুর রহমান, হালিম ভুইয়া, আবদুর রহমান, মহানগর যুবদল নেতা  মাসুদ হাসান মামুন, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, কাজল ঘোষ, মাহিদুর রহমান মাহিদ, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান, শ্রমিক নেতা লিটন মোল্লা, সমাজ কর্মী আনিছুর রহমান স্বপন, এনায়েত হোসেন শিপলু, সাংবাদিক গিয়াস উদ্দিন, সুজন, সুরভী নেভিগেশন কোং এর চেয়ারম্যান রিয়াজুল কবির, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, জনতার কাগজ এর প্রকাশক ও সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু, দৈনিক আজকের বার্তার ম্যানেজার শিবু লাল আইচ, হলি কেয়ার কর্মকর্তা সুমন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, মনিরুল ইসলাম বক্স, বরিশাল টাইমস’র সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, বরিশাল ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব, কামরুজ্জামান জুয়েল রানা, রেদওয়ান রানা, শাকিউজ্জামান মিলন, হৃদয় রুবেল, প্রিন্স তালুকদার, মোঃ রেজাউল, কাওসার হোসেন,  বায়েজিদ, আম্মান, এম আর শুভ, সাইদুর রহমান সাইদ, কবির গাজী বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি বিপ্লব আহমেদ, সজল হাওলাদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ,  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দৈনিক পত্রিকার প্রকাশক, সম্পাদক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও মরহুমের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২ মার্চ শনিবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (বারডেম) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কাজী নাসির উদ্দিন বাবুল।

 

 


প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩০:৩১ ● ২৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ