পিরোজপুরকে শান্তির জনপদ হিসেবে গড়তে নৌকায় ভোট দেয়ার আহবান প্রাণিসম্পদ মন্ত্রীর

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরকে শান্তির জনপদ হিসেবে গড়তে নৌকায় ভোট দেয়ার আহবান প্রাণিসম্পদ মন্ত্রীর
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩


পিরোজপুরকে শান্তির জনপদ হিসেবে গড়তে নৌকায় ভোট দেয়ার আহবান প্রাণিসম্পদ মন্ত্রীর

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই।

মন্ত্রী বুধবার (২৭ ডিসেম্বর)বিকেলে সদর উপজেলার দূর্গাপুর হাইস্কুল মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার স্বার্থে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার স্বার্থে, স্বাধীনতা বিরোধীদের সাথে লড়াই করার স্বার্থে এবং দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদে অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিতে হবে। শ ম রেজাউল করিম বলেন, আপনারা আমার ভাই এবং বোন আপনাদের কাছে আমার অনুরোধ ৭ জানুয়ারি একজন মানুষও বাড়িতে থাকবেন না, আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং সবাই মিলে নৌকায় ভোট দিবেন। তিনি আরো বলেন, যে যেখানে অবস্থান নিয়েছেন, সেখান থেকে ঘরে ফিরে আসেন, নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়নগুলো বুঝিয়ে বলেন। কারণ, আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দলের মানুষ বাংলাদেশের জন্য আপন নয়। এই নৌকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জসিম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা কৃষকলীগের সভাপতি চান মিয়া মাঝি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হোসেন, টোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ। এছাড়াও তিনি তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয় এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এর আগে তিনি পিরোজপুর শহরের সদর রোড, টাউন ক্লাব রোড, পোষ্ট অফিস রোড, কাপুড়িয়া পট্টি, ঔষধ পট্টি, চুড়ি পট্টি, কাঁচাবাজার, মাছের বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন মন্ত্রী। এসময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ট করার আহবান জানিয়ে তার নির্বাচনী এলাকায় উন্নয়নের চিত্র তুলে ধরেন।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৫০ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ