আ’লীগের শান্তি সমাবেশে যাত্রাপথেদুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫নেতা-কর্মী আহত

প্রথম পাতা » পটুয়াখালী » আ’লীগের শান্তি সমাবেশে যাত্রাপথেদুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫নেতা-কর্মী আহত
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩


দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫নেতা-কর্মী আহত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের অন্তত: ১৫নেতা-কর্মী আহত হয়েছে। আহতের মধ্যে আশঙ্কাজনক ৬জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় উপজেলার লালখা ব্রিজসংলগ্ন এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শহরে আ’লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের আবু সাঈদের নেতৃত্বে অন্তত: ২০/২৫নেতা-কর্মীবাহী একটি পিকআপ ভ্যান লালখা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে পিকআপ ভ্যানের অন্তত: ১৫জন নেতা-কর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে রোমান (১৭), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), আ: কাদের (১৬), তানিম (২০) কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী পথচারীরা জানায়, উল্লাসে মত্ত বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি আকস্মিক বিপরীত দিকের একটি পরিবহন বাসের সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর পরই চালক ও সহকারিরা পালিয়ে যায়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

 

 

 

এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৪:২৪ ● ১৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ