চরফ্যাশনে একই সাথে ৪সন্তানের জন্ম

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে একই সাথে ৪সন্তানের জন্ম
শনিবার ● ১৮ নভেম্বর ২০২৩


চরফ্যাশনে একই সাথে ৪সন্তানের জন্ম

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের একটি আধুনিক হাসপাতালে একই সাথে ৪সন্তান জন্ম হয়েছে। মা ও সন্তানরা উভয় সুস্থ্য আছেন। শনিবার বেলা ১১টায় হাসপাতালের গাইনী ডাক্তার হোসনে আরা বেগমের তত্বাবধানে এই সন্তানদের জন্ম হয়। সন্তানদের মায়ের নাম তানজিলা বেগম, পিতার-নাম মো. সোলায়মান। তারা চরফ্যাশন উপজেলাধীন জাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
হাসপাতালের এমডি তিতুমির বলেন, আধুনিক হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে আনা হলে ডাক্তার আওয়াতধীন ২ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান জন্ম হয়। চরফ্যাশন সরকারি হাসপাতালের ডাক্তার হোসনে আরা বলেন, পর পর তাদের ৪টি সন্তান জন্ম হয়েছে। তাদের মধ্যে ২পুত্র ও ২কন্যা সন্তান রয়েছে।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৩ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ