মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে- এমপি মেনন

প্রথম পাতা » বরিশাল » মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে- এমপি মেনন
শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩


মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর বিএনপি’র আন্দোলন ব্যর্থ হয়েছে- এমপি মেনন

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন (এমপি) বলেন, ‘কোন বিদেশি শক্তি আসন্ন  নির্বাচন বন্ধ করতে পারবে না। আজকে পত্র পত্রিকা খুললেই বিভিন্ন রকম জল্পনা কল্পনার কথা দেখতে পাই। বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ৫ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়েছে । তারপর না কি সরকার পতনের শেষ কর্মসূচি দিবেন পূজার পরে। আমি বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রর উপর নির্ভর করে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে তাতে তারা ব্যর্থ হয়েছে । যে ভিসা নীতি নিয়ে বিএনপি উৎফুল্ল হয়েছিলো সেই ভিসা নীতি তাদের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। বিএনপি কর্মসূচি পিছিয়ে নিতে নিতে এখন বলে পূজার পরে । এর পর বলবে ঈদের পরে সরকার পতনের আন্দোলন করবে।  বিএনপি আগামী পূজার পর একই কথাই বলবে। তাদের আন্দোলন ঈদের পর পূজার পর বলতে বলতে সময় পার। সুতারং এই আন্দোলন সংগ্রামে সরকার পতন হওয়ার নয়।  তাদের এসব এক দফা দাবিতে কোন ভয় পাওয়ার কারন নেই। সামনে আমাদের নির্বাচন আর সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে’। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক গোলাম হোসেন এর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেসা খান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য কমরেড মোজ্জামেল হক ফিরোজ।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শাহাজাহান খান, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুল মোতালেব, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আব্দুল হাকিম, বরিশাল জেলা কমিটির সদস্য দিলীপ রায়,ওয়ার্কার্স পাটির মুলাদী উপজেলার সভাপতি কমরেড গফরুল রহিম,বাবুগঞ্জ উপজেলা ক্ষেত মজুর ইউনিয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার,বরিশাল জেলা নারী নেতী সংসদের সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, জাতীয় কৃষক নেতা খলিলুর রহমান,উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান খান পান্নু প্রমুখ।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৩:২২ ● ৩৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ