গলাচিপা (পটুয়াখালী)সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া এবং একুশে গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট)দুপুর বারোটায় গলাচিপা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গলাচিপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মু. জাহাঙ্গীর হোসেন টুটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা(এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শাহআলম ও মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন, সাবেক সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল, সাবেক বিজিবি প্রধান লে. জেনারেল(অবঃ) আবুল হোসেন, জেলা পরিষদের সদস্য মো. মাইনুল ইসলাম রনো, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শওকত আজিজ, কবিও সাহিত্যিক মো. শাখাওয়াত হোসেন, দশমিনা উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবু সঞ্জয় কুমার দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মৎস্যলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসডি/এমআর