বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩


বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী

বাবুগঞ্জ(বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ হোসেন, গোপালগঞ্জ মৎস্যচাষী সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি প্রসেনজিৎ দাপ অপু প্রমুখ। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:০৫ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ