কাউখালীতে মৎস্য সপ্তাহে র‌্যালী-আলোচনা সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মৎস্য সপ্তাহে র‌্যালী-আলোচনা সভা
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩


কাউখালীতে মৎস্য সপ্তাহে র‌্যালী-আলোচনা সভা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা।
পরে উপজেলা পরিষদের চত্বরে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো.হাফিজুর রহমান, মৎস্যজীবি আব্দুল জলিল প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৬ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ