গৌরনদীতে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
শুক্রবার ● ২১ জুলাই ২০২৩


গৌরনদীতে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

ফরিদপুর থেকে পটুয়াখালির কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ভূমি অধিগ্রহন কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। শেষে ক্ষতিগ্রস্ত ১৪জনের হাতে ৫২ লাখ ৯০ হাজার ২৬২ টাকার চেক হস্তান্তর করা হয়।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:০৬ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ