কলাপাড়ার চম্পাপুরে আ.লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার চম্পাপুরে আ.লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


কলাপাড়ার চম্পাপুরে আ.লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ত্যাগ করে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান নিশ্চিত করেন। রবিবার সকালে এই যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট ও সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায় নেতৃত্ব দেন। উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, চম্পাপুরবাসী অতীতে বিপুল ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে, কিন্তু কিছুই পায়নি। আমরা চাই সবাই মিলে শান্তিতে ও সমঅধিকারে কলাপাড়ায় বসবাস করুক। তিনি নবযোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে থাকবে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি দেখিয়েছেন, যা এলাকায় নতুন রাজনৈতিক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ২২:১৩:৪৮ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ