ভান্ডারিয়ায় জেপির ১০নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » পিরোজপুর » ভান্ডারিয়ায় জেপির ১০নেতাকর্মী কারাগারে
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩


ভান্ডারিয়ায় আ‘লীগের মামলায় জেপির ১০নেতাকর্মী কারাগারে

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামীলীগের দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামলীগের শরীক দল  জাতীয় পার্টির (জেপি, মঞ্জু)  ১০ নেতা কর্মীকে কারাগারে  পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২জুন) তারা জামিন আবেদন করলে পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে  জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন ওই  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয়পার্টির ভান্ডারিয়া উপজেলা   কমিটির সাধারন  সম্পাদক  মো. আতিকুল ইসলাম উজ্জল,  উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদুর রহমান সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ, যুব সংহতি নেতা মাসুদ সরদার, মঞ্জু সরদার, লিটন হাওলাদার, জাহিদুর রহমান হাওলাদার, মনির মাতুব্বর ও সাগর।

মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আওয়ামীলীগ ২টি এবং জাতীয় পার্টি জেপি ১টি মামলা দায়ের করেন। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ওই  আসামীরা উচ্চ আদালত  থেকে ৬ সপ্তাহর জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা বৃহস্পতিবার পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন করলে আদালত  তাদের জেল হাজতে প্রেরন করেন।

পিরোজপুর কোর্ট পুলিশ পরিদর্শক বনি আমিন জানান, বৃহস্পতিবার (২২জুন)চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে, বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৩৩ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ