বাউফলে রাস্তা সংস্কারের নামে উপড়ে ফেলা হয়েছে শতাধিক গাছ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে রাস্তা সংস্কারের নামে উপড়ে ফেলা হয়েছে শতাধিক গাছ
মঙ্গলবার ● ৬ জুন ২০২৩


বাউফলে রাস্তা সংস্কারের নামে উপড়ে ফেলা হয়েছে শতাধিক গাছ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে রাস্তা সংস্কারের নামে স্কেপেটার (বেকু)  দিয়ে শতাধিক তাল ও খেজুর গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রকল্পের কাজের সভাপতি’র বিরুদ্ধে। কাবিখা’র আওতায় প্রকল্পটি স্থানীয় দারিদ্র জনগোষ্ঠি দ্বারা কাজটি বাস্তবায়নের কথা থাকলেও শ্রমিক সংকট দেখিয়ে স্কেপেটার দিয়ে সংস্কার করা হয়েছে। প্রকাশ্যে গাছ নিধনসহ প্রকল্প বাস্তবায়নে এমন অনিয়ম দৃশ্যমান হলেও নজরে আসেনি প্রশাসনসহ উর্ধতন কর্মকর্তাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, জেলার বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামের আনছার বিশ্বাসের বাড়ি থেকে ইসমাইল ফকিরের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেন উপজেলা পরিষদ। কাবিখা প্রকল্পের আওতায় এই কাজের বিপরীতে ১৪ মেট্রিকটন গম বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের শর্তানুয়ায়ী স্থানীয় দারিদ্র জনগোষ্ঠি দ্বারা এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্পের সভাপতি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটু মোল্লা স্কেপেটার দিয়ে মাটি কেটে রাস্তা সংস্কার করেছেন। সংস্কারের নামে সড়কের দুই পাশে থাকা ৯২টি বড় আকারের তাল ও ৫১টি খেজুর গাছ স্কেপেটার মেশিন দিয়ে উপড়ে ফেলেছেন। উপড়ে ফেলা গাছগুলো এখনো পরে আছে রাস্তার দু’পাশে।
এবিষয়ে জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কামরুজ্জামান লিটু মোল্লা বলেন, সংস্কার করতে গিয়ে রাস্তার মধ্যে থাকা কিছু তাল ও খেজুর গাছ কাটা হয়েছে।
বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে রাস্তার পাশের পরিবেশ বান্ধব তাল ও খেজুর গাছ কাটা ঠিক নয়।
বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাস বলেন, রাস্তা সংস্কার করতে বলা হয়েছে, গাছ কাটতে বলা হয়নি।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বায়েজেদুর রহমান বলেন, কোন গাছ কাটার অনুমতি দেয়া হয়নি। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।
পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, শুধু সরকারী নয়, মালিকানাধীন গাছ কাটতে হলেও অনুমতি নিতে হবে। সড়ক সংস্কারের নামে উদ্দেশ্যে প্রণোদিত বা দায়িত্ববোধ এড়িয়ে গাছ নিধন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১০:১৬ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ