স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে পায়রা বন্দরকে ঘিরেই…নৌ পরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » পায়রা বন্দর » স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে পায়রা বন্দরকে ঘিরেই…নৌ পরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯


---

নাসির উদ্দিন বিপ্লব॥
আর নদী দখল নয়, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে নৌ-পথকে সচল রাখতে হবে। উন্নয়নের রাজনীতি করতে হবে। শুধু তৃতীয় সমুদ্রবন্দর নয়, দেশে আরো সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোাগ নেওয়া হবে বলেও জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি। শুক্রবার দুপুর ১২টায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তার সাথে ছিলেন পটুয়াখালী-৪  আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, জেলা ও উপজেলা প্রশসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে দেশের নদীগুলোকেও হত্যা করা হয়েছিলো, আর ক্ষমতায় টিকে থাকতে একটি মহল এসব নদী দখল শুরু করে। যা বর্তমান প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন। আর পায়রা বন্দরের সুফল দেশের উত্তরাঞ্চলের মানুষও ভোগ করবে। এদিকে, বন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পায়রা বন্দরকে ঘিরেই উদযাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৬ ● ১২৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ