নাজিরপুরে যুবলীগ নেতার মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে যুবলীগ নেতার মনোনয়নপত্র প্রত্যাহার
সোমবার ● ৮ মে ২০২৩


নাজিরপুরে যুবলীগ নেতার মনোনয়নপত্র প্রত্যাহার

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউপির উপ-নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার (৮ মে) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ ওই তথ্য নিশ্চিত করে জানান, ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারন  সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানান, এর আগে গত ২৭ এপ্রিল নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. তানভীর হাসান ডালিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. এজাজ খান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস, উপজেলার সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান খান টুবুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাসেল শিকদার এ  ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৫ মে ওই ইউনিয়নের ৮ হাজার ৪৫৬ জন পুরুষ ও ৮ হাজার ৩৮৯ জন নারী ভোটার ইভিএম এর মাধ্যমে ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস জানান, তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে এবং দলীয় হাইকমান্ডের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সাথে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন প্রদান করেছেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৯ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ