গলাচিপায় নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ
শুক্রবার ● ৭ এপ্রিল ২০২৩


গলাচিপায় নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ৫লাখ টাকার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অধিদপ্তর গলাচিপা ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযানে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত গলাচিপার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গলাচিপার বিভিন্ন নদ-নদী থেকে ৫টি বেহুন্দি জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অভিযান পরিচালনা করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, মেরিন অফিসার আব্দুল কুদ্দুস, এলইভিপি-০১১ এর ভারপ্রাপ্ত অফিসার এমসিপিও (এক্স) মোল্লা আলম হোসেন। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী বলেন, দেশের সম্পদ কাউকে নষ্ট করতে দেয়া হবেনা। ছোট মাছ ধরার কারণে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে না বলেই চলে। যা আমাদের দেশের জন্য ক্ষতির কারণ। তাই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিভিন্ন প্রজাতির ছোট মাছ রক্ষার জন্য নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করে ধ্বংস করা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৫ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ