দুমকিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

প্রথম পাতা » গণমাধ্যম » দুমকিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি!
বুধবার ● ২২ মার্চ ২০২৩


দুমকিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর দুমকিতে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো: সাইফুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সম্প্রতি ‘৫বছরে শতকোটি টাকার মালিক দুমকির মুরগী বাবু‘ শীর্ষক দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে উপজেলার জলিশা গ্রামের জনৈক মমতাজ উদ্দিন খানের ছেলে মাসুদ আল মামুন ওরফে মুরগি বাবু তাকে প্রাণ নাশের হুমকি প্রদান ও উল্টো থানায় জিডিও করেছেন।
সাংবাদিক সাইফুল ইসলাম দেশরূপান্তরকে বলেন, গত (১৭ মার্চ) প্রেসক্লাব দুমকির হলরুমে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন জলিশা গ্রামের বাসিন্দা মাসুদ আল মামুন বাবুর বিরুদ্ধে জমিজমা জবরদখলসহ রাতারাতি শত কোটি টাকার মালিক হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের ডকুমেন্টসসহ অনুসন্ধানি সংবাদটি যুগান্তরে ১৮মার্চ প্রকাশিত হয়েছে। এ ইসংবাদ প্রকাশের জেরে মাসুদ আল মামুন (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে সাইফুল ইসলামকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন বটতলা মহাসড়কে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমের হুমকি দেয় এবং উল্টো থানায় গিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যে জিডি করেছেন।
এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম বলেন, উভয়েউ সাধারণ ডায়েরি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৪ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ