ছাত্রদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়েই আদর্শ মানুষে পরিণত করা যায় না- প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » ছাত্রদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়েই আদর্শ মানুষে পরিণত করা যায় না- প্রাণিসম্পদ মন্ত্রী
বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩


ছাত্রদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়েই  আদর্শ মানুষে পরিণত করা যায় না- প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

একটি জাতিকে সামনের দিকে এগিয়ে  নিয়ে যেতে, সুযোগ্য জাতি গঠনে, শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। অন্ধকার আকাশের মত শিক্ষা বিহীন জীবন, সেই শিক্ষা বিহীন জীবনে যাতে কেউ না থাকে, এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের উদ্যোগে কলেজ মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও ৬৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন,  শ ম রেজাউল করিম (এমপি) মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় । এ সময় মন্ত্রী আরো বলেন,  ছাত্রদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়েই  আদর্শ মানুষে পরিণত করা যায় না। তাদের ক্রিড়া, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য আমাদের সমস্ত বর্ণঢ্য অধ্যায় তাদের শিক্ষাদিতে হবে। যে ছাত্র শুধু বই পড়ে সার্টিফিকেট অর্জন করে আমার বিশ্বাস সে আদর্শ শিক্ষিত মানুষে পরিণত হয় না । সংস্কৃত চর্চা খুব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। যেখানে ক্রিয়া ও সংস্কৃত চর্চা হয় সেখানে মাদকের ছোবল থাকে না,  অনৈতিকতায় তারা ধাবিত হয় না। সরকারি সোহরাওয়ার্দী কলেজের  অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান,  সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেন সহ আরো অনেকে।পরে মন্ত্রী ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:০৩ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ