কাউখালী স্বাস্থ্যকমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালী স্বাস্থ্যকমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩


কাউখালী স্বাস্থ্যকমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে হাসপাতালের নতুন ভবনের স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এ সেবা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯৭৫ সালে ৩০শষ্যা বিশিষ্ট কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিষ্ঠার পরে এই প্রথম বারের মতন চালু হলো ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিন। গরীব ও অসহায় রোগিরাও সরকারি এ সেবা নিতে পারবেন। এতে করে তাদের আর্থিক সাশ্রয় হবে বলে স্থানীয়রা মনে করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন,হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করার ব্যাবস্থা ছিল না। প্রথম বারের মত আজ থেকে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম শুরু হল। অফিস চলাকালীন সময়ে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৫ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ